1. admin@betnanews24.com : Betna :
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ | বেতনা নিউজ ২৪
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৩৯ বার পঠিত
ছবি : ক্ষতিগ্রস্ত লেগুনা
অনলাইন ডেস্ক,
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন ।পুলিশ জানায়, রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। হাসপাতালে মারা যান আরও দুইজন।

নিহতরা হলেন- মনি, মুকুল, মকবুল, হায়দার ও আব্দুল হালিম। নিহতদের সবার বাড়ি নাটোরে বলে জানা গেছে। মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বেতনা নিউজ ২৪/অ/ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা