1. admin@betnanews24.com : Betna :
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি | বেতনা নিউজ ২৪
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২০ অপরাহ্ন

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৪৯ বার পঠিত
ফাইল ছবি
  

অনলাইন ডেস্ক,
বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। এর মধ্যে সিলেট শহরের বেশিরভাগ এলাকার পানি নেমে গেছে। এছাড়া, ১৩ উপজেলার পরিস্থিতিও উন্নতির দিকে।

সুরমার পানি সবগুলো পয়েন্টে বিপৎসীমার নিচে দিয়ে বইছে। কুশিয়ারার পানিও অনেকটা কমে বিপৎসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা না থাকায় দুএকদিনের মধ্যে পানি পুরোপুরি নেমে যাবে, বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে দুদিন ধরে পানি নামতে থাকলেও কমে নি ভোগান্তি। উপদ্রুত এলাকায় এখনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ সিলেট-সুনামগঞ্জ জেলার অনেক ভুক্তভোগীর।

বন্যার পানি ওঠায় এবং আশ্রয়কেন্দ্র খোলার কারনে সিলেটের আট শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। দীর্ঘদিন শ্রেণী কার্যক্রমে অংশ নিতে না পারায় সন্তানদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়েছেন অভিভাবকরা। তবে বাড়তি ক্লাস ও বিশেষ পরিকল্পনার মাধ্যমে ক্ষতি পোষানোর কথা জানিয়েছে শিক্ষা বিভাগ।

করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিকের পর কার্যক্রম শুরু হলেও, কয়েকদিন পরই শুরু হয় ঈদের ছুটি। এরপর বন্যার কারণে ফের পাঠদান বন্ধের যাতাকলে পড়ে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান সংস্কার করে দ্রুত শ্রেণী কার্যক্রম শুরু করা হবে। বন্যায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাড়তি ক্লাস ও বিশেষ পরিকল্পনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়ার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা ।

বেতনা নিউজ ২৪ /অ/ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা