প্রকাশ : ২৬ মে, ২০২২ ১৬:০০
আন্তর্জাতিক ডেস্ক,
প্রকাশ : ২৬ মে, ২০২২ ১৬:০০
আন্তর্জাতিক ডেস্ক,
সুইডেন ও ফিনল্যান্ডকে হুমকি দিলো তুরস্ক। সুরক্ষা নিয়ে তাদের দাবি না মানলে সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে দেবে না তারা। দুই দেশই ন্যটোর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে।
বর্তমানে সুইডেন এবং ফিনল্যান্ডের প্রতিনিধিদল তুরস্কে অবস্থান করছে। তারা সেখানে তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করছে।
তুরস্কের দাবি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ও সিরিয়ায় কুর্দিশ মিলিশিয়া ওয়াইজিপিকে সমর্থন করা থেকে সরে আসতে হবে সুইডেন ও ফিনল্যান্ডকে। তাদের জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে।
এদিকে, সুইডেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট সেক্রেটারি অস্কার স্টেনস্টর্ম এবং ফিনল্যান্ডের প্রতিনিধিদলের নেতা সেদেশের স্টেট সেক্রেটারি জুক্কা স্যালোভারা। তারা তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনালের সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেছেন।
পরে সাংবাদিক সম্মেলনে কালিন জানিয়েছেন, তুরস্কের মনে হয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। কিন্তু তুরস্ক যে আপত্তি জানিয়েছে, তা নিয়ে দুই দেশকে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলকে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তুরস্ক অভিযোগ করেছে, দুই দেশই পিকেকেকে নিরাপদ আশ্রয় দেয় এবং জঙ্গিদের সাহায্য করে। ২০১৯ সালে ওয়াইজিপির উপর তুরস্কের হামলার পর সুইডেন ও ফিনল্যান্ড তুরস্ককে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছে।
বেতনা নিউজ ২৪/আ/ডে
Leave a Reply