স্বর্ণ মুদ্রা আনতে চলেছে জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক,

 

গত মাসে জিম্বাবুয়ের বাষিক মুদ্রাস্ফীতি ১৯১.৬ শতাংশে পৌছায় । এই বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে জিম্বাবুয়ের ডলারের দাম কমেছে দুই-তৃতীয়াংশ । যার ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে ।

তাই মুদ্রা সংকট মোকাবেলায় জিম্বাবুয়ে সরকার স্বর্ণ মুদ্রা চালুর ঘোষনা দিয়েছে । নতুন চালু হতে যাওয়া  স্বর্ণ মুদ্রার প্রতিটিতে থাকবে এক টরি আউন্স ২২ ক্যারেট স্বর্ণ ।

রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন চালু হয়ে যাওয়া স্বর্ণ মুদ্রার নাম হবে ‘মোসি-ওয়া-তুনিয়া গোল্ড কয়েন’ নামে। এর অর্থ ‘বজ্র তৈরিকারী ধোঁয়া’ ।

 

 

বেতনা নিউজ ২৪/আ/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version