1. admin@betnanews24.com : Betna :
সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৭ | বেতনা নিউজ ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:১০ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৭

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২৭ বার পঠিত

অনলাইন ডেস্ক

 

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস (৪২) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোর ৫টার দিকে রাজনগর উপজেলার ময়নার দোকানের সামনে একটি গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ভোরে আসামি ধরতে পুলিশের একটি দল রাজনগরের উত্তর ভাগে যায়। তিনজন আসামি ধরে নিয়ে আসার পথে  তখন আকস্মিকভাবে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজনগর থানা এসআই সমীরণ চন্দ্রের (৪২) মৃত্যু হয়। এ সময় গ্রেপ্তার তিন আসামিসহ সাতজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা