1. admin@betnanews24.com : Betna :
হাকালুকি হাওরে টর্নেডো | বেতনা নিউজ ২৪
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

হাকালুকি হাওরে টর্নেডো

অনলাউন ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪৮ বার পঠিত

এলাকাবাসীর ভাষ্য, উপজেলার জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। গতকাল সকাল থেকে প্রচণ্ড গরম পড়ে। একই সঙ্গে চলে লোডশেডিং। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে। ঝড় শুরু হয়। এ সময় হাওরে ফানেলের মতো দৃশ্য চোখে পড়ে। দু-তিন মিনিট তা স্থায়ী হয়।

জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের বাসিন্দা আবদুর রব টর্নেডোর সময় হাওরের কাছে কণ্ঠিনালা নদীর রাবার বাঁধ প্রকল্প এলাকায় ছিলেন বলে জানান। তিনি বলেন, ‘গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে কয়েকজন মিলে হাওর এলাকায় বেড়াতে যাই। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। বৃষ্টি হবে—এ আশায় বসে ছিলাম। এ সময় দেখি, আকাশ থেকে হাতির শুঁড়ের মতো কিছু হাওরের মাঝখানে নেমে পড়ছে। সঙ্গে তুফান আর বৃষ্টি। খুব ভয় পাই। এটা দুই থেকে তিন মিনিটের মতো ছিল।’

আবহাওয়া অধিদপ্তরের শ্রীমঙ্গল কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান আজ রোববার দুপুরে বলেন, হাকালুকি হাওরে ছোট আকারের টর্নেডোর দৃশ্য দেখা গেছে; অন্য কিছু নয় এটা । জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ রকম ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন ।

 

মৌলভীবাজার

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা