1. admin@betnanews24.com : Betna :
হাজারো পর্যটক কুয়াকাটায় | বেতনা নিউজ ২৪
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

হাজারো পর্যটক কুয়াকাটায়

নিউজ ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১১৬ বার পঠিত

নিউজ ডেস্ক,

 

শুক্রবার (১২ আগস্ট) সকাল থেকে সৈকতে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করে। পদ্মা সেতু চালুর পর এ সৈকতে পর্যটকের উপস্থিতি কয়েক গুণ বেড়ে গেছে।

স্থানীয়রা জানান, সৈকতের শুঁটকি পল্লি, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ বেশিরভাগ স্পট পর্যটকদের পদচারণায় মুখরিত। আগত পর্যটকরা সৈকতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেছে।

 

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক রফিকুল ইসলাম বলেন, পরিবার নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসি। পদ্মা সেতু হয়ে কুয়াকাটা আসতে অনেক কম সময় লেগেছে। এর আগেও কুয়াকাটায় আসছি কিন্তু এ মৌসুমে এত লোক এর আগে চোখে পড়েনি।

 

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, পদ্মা সেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটক বেড়েছে কয়েকগুণ।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, পদ্মা সেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

 

 

 

বেতনা নিউজ ২৪ /নি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা