বিনোদন ডেস্ক,
কাইনেটিক মার্চ লিমিটেড ব্যাতিক্রম একটি কাজ করেছে সেটি হলো দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ এর নামে হেডফোন বাজারে আনলো যার নাম ‘এইচ ডব্লিউ-১৫ বাই হাবিব ওয়াহিদ’।
নতুন এই মিউজিক্যাল প্রোডাক্ট নিয়ে উচ্ছ্বসিত হাবিব ওয়াহিদ। তিনি বলেন, এই দীর্ঘ সময়ে অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছে আমার প্রিয় কিছু জিনিস ভক্তদের কাছে পৌঁছে দিতে। কিন্তু কখনোই তেমন কিছু করা হয়ে ওঠেনি। এবার কেন জানি কাইনেটিক মার্চের আইডিয়াটা দারুণ লাগলো । আশা করি এই হেডফোন দিয়ে আমার ভক্তরা তাদের পছন্দের গানগুলো আরও ভালো ভাবে উপভোগ করতে পারবেন।’
আরো পড়ুন….বিনোদন খবর
কাইনেটিক মার্চ লিমিটেডের পরিচালক জামশেদ চৌধুরী বলেন, ‘গত এক বছর যাবৎ আমরা প্রোডাক্টটি গবেষণা করেছি। এর গুণগত মান ও ডিজাইন নিয়ে ভেবেছি। প্রায় ৬০টি নমুনা দেখে এটি চূড়ান্ত করা হয়েছে। হাবিব ভাই নিজে শুনে সেটার পরীক্ষা করে অনুমতি দিয়েছেন। গ্রাহকদের সন্তুষ্টি ও প্রশংসাই আমাদের কাম্য।’
জানা গেছে, অনলাইন শপ দারাজ থেকে যে কেউ দেশের যে কোন প্রান্ত থেকে সহজেই এই হেডফোন কিনতে পারবেন। পাশাপাশি সুপারশপ স্বপ্ন’র ঢাকা এবং চট্টগ্রামের আউটলেটে এটি পাওয়া যাবে।
বেতনা নিউজ ২৪ /বি/ডে/
Leave a Reply