আন্তর্জাতিক ডেস্ক,
রাশিয়ার তেল কোম্পানি লুকোয়েলের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাভিল ম্যাগানভ বৃহস্পতিবার (০১ আগস্ট ) সকালে মস্কোর একটি হাসপাতালের জানালা থেকে পড়ে মারা গেছেন। লুকোয়েল ম্যাগানভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি।
বেশ কয়েকটি রাশিয়ান মিডিয়া আউটলেট জানিয়েছে, ম্যাগানভ মস্কো সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালের জানালা থেকে পড়ে গিয়েছিলেন। এটি একটি শীর্ষস্থানীয় চিকিৎসা সুবিধা যা সিনিয়র রাশিয়ান কর্মকর্তা এবং অন্যান্য অভিজাত ব্যক্তিদের পরিষেবা দিয়ে থাকে ।
ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, ম্যাগানভ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে যে, ম্যাগানভ তার অবস্থা সম্পর্কে খারাপ খবর পাওয়ার পরে আত্মহত্যা করেছেন।
৬৭ বছর বয়সী ম্যাগানভ তার পুরো ক্যারিয়ার তেল ব্যবসায় কাটিয়েছেন। তিনি ১৯৯৩ সালে লুকোইলে যোগদান করেছিলেন ।
বেতনা নিউজ ২৪ /আ/ডে/
Leave a Reply