1. admin@betnanews24.com : Betna :
২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে চার দেশে | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন

২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে চার দেশে

খেলা ডেস্ক,
  • প্রকাশিত : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮৬ বার পঠিত

খেলা ডেস্ক,

 

১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০৩০ আসর যৌথভাবে আয়োজন করতে চায় দক্ষিণ আমেরিকার চার দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলি।

তিন বছর ধরে পরিকল্পনার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তাব ফিফার কাছে উত্থাপন করল লাতিন জোট।

‘একসঙ্গে ২০৩০’ নামের এই বিডের প্রস্তাবনায় বলা হয়েছে- চারটি দেশই বিশ্বকাপ আয়োজনের সব শর্ত পূরণে প্রস্তুত।

বিশ্বকাপকে তার আঁতুড় ঘরে ফেরানোর এই প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাবে অন্তত আরও দুটি প্রস্তাব। এরই মধ্যে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে স্পেন ও পর্তুগাল।

এছাড়া আফ্রিকার দেশ মরক্কোও ২০৩০ আসরের আয়োজক হতে আগ্রহী।

 

 

 

বেতনা নিউজ ২৪ /খে/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা