1. admin@betnanews24.com : Betna :
৪ মাস ছুটি নিয়ে প্রবাসে অবস্থান ৬ বছর | বেতনা নিউজ ২৪
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন

৪ মাস ছুটি নিয়ে প্রবাসে অবস্থান ৬ বছর

বেতনা নিউজ ২৪ ডেস্ক,
  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৮৮ বার পঠিত

বেতনা নিউজ ২৪ ডেস্ক,

 

রংপুরের গঙ্গাচড়ায় ৪ মাসের ছুটি নিয়ে ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে প্রধান শিক্ষক নাজমা খাতুন। রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত গত ২০ জুলাই ইস্যু করা কারণ দর্শানো ওই নোটিশে বিধিমালা অনুযায়ী কেন চাকরি থেকে বরখাস্ত করা বা যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে না তা চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষক নাজমা খাতুনকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কারণ দর্শানো ওই নোটিশটি ২৬ জুলাই (মঙ্গলবার) ইমেইলে পেয়েছেন বলে নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান সোমবার (১ আগস্ট) বলেন, চিঠি পাওয়ার পর অভিযুক্ত নাজমা খাতুনের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। ২৭ জুলাই নাজমা খাতুনের শ্বশুর আজিজুল ইসলাম অফিসে এসে সেই চিঠি নিয়ে গেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের লাখেরাজটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন নাজমা খাতুন। যোগদানের দেড় বছর পর চিকিৎসার জন্য ২০১৬ সালের ১২ জুলাই দুই মাসের ছুটি নিয়ে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর কাছে যান। সেখানে থাকা অবস্থায় তিনি আরও দুমাসের ছুটি বাড়িয়ে নেন। এরপর তার ছুটি শেষ হলেও তিনি বিদ্যালয়ে আসেননি এবং ছুটিও নেননি।

 

এ নিয়ে গত ২২ জুলাই ‘৪ মাসের ছুটি নিয়ে ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক’ শিরোনামে জাগো নিউজে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরে ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি সামনে আসে।

 

 

 

বেতনা নিউজ ২৪ /বে/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা