1. admin@betnanews24.com : Betna :
৭ নম্বরে ৮৩৪ | বেতনা নিউজ ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:২৮ অপরাহ্ন

৭ নম্বরে ৮৩৪

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৯৬ বার পঠিত
লিটন দাস

অনলাইন ডেস্ক

লিটনের কি মনে হয় না, টেস্টে আরও ওপরে নামা উচিত? মঙ্গলবার (২৪ মে) দ্বিতীয় দিন শেষে গণমাধ্যমের মুখোমুখি হলে এমন প্রশ্ন ছুটে যায় তার দিকে। লিটনের উত্তর, ‘ভালো আছি। যেখানে আছি, ভালো আছি।’

লিটন সবচেয়ে বেশি ৮৩৪ রান করেছেন সাত নম্বরে নেমে। ছয় নম্বরে নেমে ৬১৫, আটে ৮৩, তিনে ৩৩, দুইয়ে ৭২, ওপেনিংয়ে ৮১ রান করেছেন। এই পরিসংখ্যানে বোঝা যায়, তিনি সবেচেয়ে সফল হয়েছেন ছয়-সাত নম্বরে। টেস্টে তিনটি সেঞ্চুরি করেছেন পাঁচ, ছয় ও সাত নম্বরে। 

তাই হয়তো লিটন পালটা প্রশ্নও করেছেন, ‘আমি যে এ বছর রান করলাম। কততে নেমে করছি’? অর্থাৎ, লিটন বোঝাতে চেয়েছিলেন, নিচের পজিশনেই তিনি ভালো আছেন। নিচের দিকেই যেন স্বাচ্ছন্দ্য তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা