কুয়াকাটায় জেলের জালে ১৮৫ কেজির পাখি মাছ

অনলাইন ডেস্ক,

 

সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের একটি পাখি মাছ। মাছটির দৈর্ঘ্য ১২ ফুট আর প্রস্থ দেড় ফুট।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের একশবাম এলাকায় জাহাঙ্গীর মাঝির জালে ধরা পড়ে মাছটি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিয়ে আসা হয়।

 

 

উপকূলীয় এলাকায় পাখি মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামে এক মাছ ব্যবসায়ী।

জাহাঙ্গীর মাঝি জানান, এফবি আনোয়ার নামে ট্রলার নিয়ে কক্সবাজার থেকে প্রায় এক সপ্তাহ আগে সাগরে যান তিনি। গতকাল রাতে মাছটি জালে আটকা পড়ে। মাছটি ওজনে অনেক বেশি এবং বড় হওয়ায় জাল টেনে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। তবে দাম কম পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

ইউনুস বয়াতী জানান, এলাকায় পাখি মাছের চাহিদা নাই। মাছটি তিনি কেটে চট্টগ্রামে বিক্রি করবেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী বেশি ওজনের এ মাছ সচরাচর ধরা পড়ে না ।

 

 

বিভাগ : সারাদেশ

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version