বাংলাদেশে বিদ্যুৎ চালিত গাড়ি রপ্তানী করবে ভারত

অনলাইন ডেস্ক,

 

সম্প্রতি বাংলাদেশে বিদ্যুৎ চালিত গাড়ি রফতানি করতে চায় ভারত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৭ সেপ্টে্ম্বর) দিল্লিতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চায় অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে দ্রুত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট- সেপা) করতে চায় বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে সবচেয়ে উদার দেশ। বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে আরও বেশি বিনিয়োগ করুন।

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version