বাংলা সাহিত্য পরিচিতি – পর্ব ০৯

সাহিত্য ডেস্ক,

 

বাংলা প্রবন্ধ সাহিত্য

সাহিত্যে বর্ণনামূলক গদ্যকে প্রবন্ধ বলা হয়। প্রবন্ধ সাহিত্যের অন্যতম একটি শাখা। এর সমার্থক শব্দগুলো হল – সংগ্রহ, রচনা, সন্দর্ভ। প্রবন্ধের বিষয়বস্তু শৈল্পিক, কাল্পনিক, জীবনমুখী, ঐতিহাসিক কিম্বা আত্মজীবনীমূলক হয়ে থাকে। যিনি প্রবন্ধ রচনা করেন তাকে প্রবন্ধকার বলা হয়। প্রবন্ধে মূলত কোনো বিষয়কে তুলে ধরে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাংলা প্রবন্ধ সাহিত্য খুবি সমৃদ্ধ। যুগে যুগে অনেক প্রাবন্ধিক তাদের প্রবন্ধের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম হল বজ্ঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ এবং প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ । তাছাড়া আরও অনেক প্রাবন্ধিক আছেন, যেমন- মানিক বন্দ্যোপাধ্যায়, আবদুল হক প্রমুখ।

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিক
মধ্যযুগ (১২০০ খ্রিস্টাব্দ হতে ১৮০০ খ্রিস্টাব্দ)

মধ্যযুগের সমগ্র পরিসর জুড়েই কাব্যের একচ্ছত্র আধিপত্য লক্ষণীয়। বিবিধ শাখা-প্রশাখায় বিভক্ত ছিলো এই সাহিত্যচর্চা। এখানে এ সময়ের বিভিন্ন শাখার উল্লেখযোগ্য কবির একটি সম্মিলিত তালিকা দেয়া হলো। তালিকা প্রস্তুতে কোনো ধরনের ক্রম অনুসরণ করা হয়নি।

বড়ু চণ্ডীদাস
শাহ মুহম্মদ সগীর
আলাওল
ভারতচন্দ্র রায়গুণাকর
শ্রীচৈতন্যদেব
হেয়াত মামুদ
মুকুন্দরাম চক্রবর্তী
দৌলত কাজী
কৃত্তিবাস ওঝা
সাবিরিদ খান
চন্দ্রাবতী
দৌলত উজির বাহরাম খান
দুর্লভ মল্লিক
শেখ ফয়জুল্লাহ
ময়ূর ভট্ট
আবদুল হাকিম
মালাধর বসু
বিদ্যাপতি
দ্বিজ বংশীবদন
চম্পাগাজী
মাগন ঠাকুর
মাধব কন্দলী
রামানন্দ যতি
দ্বিজ তুলসী
মাণিকরাম দাস

 

 

আধুনিক যুগের প্রথম ভাগের সাহিত্যিক

এখানে সেসব কবি ও লেখকদের নাম দেয়া হয়েছে, যাঁরা লেখালেখির মাধ্যমে পরিচিত হয়েছেন দেশভাগের আগেই; যদিও এঁদের অনেকেই দেশবিভাগের পরও সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কিন্তু এরপরও এঁদেরকে আধুনিক যুগের শুরুর দিককার সাহিত্যিক হিসেবেই ধরা যেতে পারে। তালিকাটি করা হয়েছে সাহিত্যিকদের জন্মসালের ক্রম অনুযায়ী।

ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)
প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)
অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬)
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪-১৮৮৯)
বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪)
কালীপ্রসন্ন সিংহ (১৮৪০-১৯৭০)
মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৮৪৭-১৯১৯)
রমেশচন্দ্র দত্ত (১৮৪৮-১৯০৯)
হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩-১৯৩১)
স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)
কায়কোবাদ (১৮৫৮-১৯৫২)
শ্রীশচন্দ্র মজুমদার (১৮৬০-১৯০৮)
অক্ষয়কুমার বড়াল (১৮৬০-১৯১৯)
মোহাম্মদ নজিবর রহমান (১৮৬০-১৯২৩)
মুহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩)
অক্ষয়কুমার মৈত্রেয় (১৮৬১-১৯৩০)
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩-১৯১৫)
কামিনী রায় (১৮৬৪-১৯৩৩)
প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)
কুসুমকুমারী দাশ (১৮৭৫-১৯৪৮)
শরত্চন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)
যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৮-১৯৪৮)
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৭৯-১৯৩১)
বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২)
রাজশেখর বসু (১৮৮০-১৯৬০)
শরৎচন্দ্র পণ্ডিত (১৮৮১-১৯৬৮)
কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬)
সুকুমার রায় (১৮৮৭-১৯২৩)
মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২)
হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮-১৯৬৩)
কালিদাস রায় (১৮৮৯-১৯৭৫)
তারাশংকর বন্দ্যোপাধ্যায় (১৮৯১-১৯৭১)
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০)
ইবরাহীম খাঁ (১৮৯৪-১৯৭৮)
বিভূতিভূষণ মুখোপাধ্যায় (১৮৯৪-১৯৮৭)
গোলাম মোস্তফা (১৮৯৭-১৯৬৪)
আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯)
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৮৯৯-১৯৭০)
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)
বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯-১৯৭৯)
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)
অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৭)
জসীম উদ্ দীন (১৯০২-১৯৭৭)
শিবরাম চক্রবর্তী (১৯০৩-১৯৮০)
অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯০৩-১৯৭৬)
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮)
অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২)
বন্দে আলী মিয়া (১৯০৭-১৯৭৮)
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)
সুবোধ ঘোষ(১৯০৯-১৯৮০)
আশাপূর্ণা দেবী (১৯০৯-১৯৯৫)
অদ্বৈত মল্লবর্মন (১৯১৪-১৯৫১)
কমলকুমার মজুমদার (১৯১৪-১৯৭৯)
সোমেন চন্দ (১৯২০-১৯৪২)
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)

সমসাময়িক সাহিত্যিক (১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে বর্তমান)

দেশবিভাগের পর দুই বাংলাতেই সাহিত্যচর্চার স্বতন্ত্র বলয় তৈরি হয়। তবে সাহিত্যের জগৎ সবসময়ই বৈশ্বিক, বিশেষতঃ ভাষার মিলের ক্ষেত্রে তা আরও বেশি প্রকট। দেশভাগের পর থেকে শুরু করে অদ্যাবধি দুই বাংলার উল্লেখযোগ্য সাহিত্যিকদের সম্মিলিত নামের তালিকা এটি। প্রসঙ্গতঃ এই তালিকাটি করা হয়েছে বর্ণানুসারে, এবং এতে বিভিন্ন নাম প্রতিনিয়তই সংযুক্ত হচ্ছে এবং হবে।

অতীন বন্দ্যোপাধ্যায় (১৯৩০-২০১৯)
অনিতা অগ্নিহোত্রী (১৯৫৬-)
অনিল ঘড়াই (১৯৫৭-২০১৪)
অবধূত (১৯১০-১৯৭৮)
অমর মিত্র (১৯৫১-)
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)
আনিসুল হক (১৯৬৫-)
আবু ইসহাক (১৯২৬-২০০৩)
আবু জাফর শামসুদ্দীন (১৯১১-১৯৮৮)
আবুল বাশার (১৯৫১-)
আবুল মনসুর আহমেদ (১৮৯৮-১৯৭৯)
আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০)
আবিদ আনোয়ার (১৯৫০-)
আল মাহমুদ (১৯৩৬-২০১৯)
আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯)
আশুতোষ মুখোপাধ্যায় (১৯২০-১৯৮৯)
আসাদ চৌধুরী (১৯৪৩-)
আহমদ ছফা (১৯৪৩-২০০১)
আহমাদ মোস্তফা কামাল (১৯৬৯-)
আহসান হাবীব (১৯১৭-১৯৮৫)
ইমদাদুল হক মিলন (১৯৫৫-)
কামাল চৌধুরী (১৯৫৭-)
গজেন্দ্রকুমার মিত্র (১৯০৮-১৯৯৪)
জয় গোস্বামী (১৯৫৪-)
জহির রায়হান (১৯৩৫-১৯৭২)
জাকির তালুকদার (১৯৬৫-)
তসলিমা নাসরিন (১৯৬২-)
তিলোত্তমা মজুমদার (১৯৬৬-)
দাউদ হায়দার (১৯৫২-)
দিব্যেন্দু পালিত (১৯৩৯-২০১৯)
দীপঙ্কর সাহা (দীপ)
দেবী রায় (১৯৪০-)
দেবেশ রায় (১৯৩৬-২০২০)
নবারুণ ভট্টাচার্য (১৯৪৮-২০১৪)
নারায়ণ গঙ্গোপাধ্যায় (১৯১৮-১৯৭০)
নারায়ণ সান্যাল (১৯২৪-২০০৫)
নাসরীন জাহান (১৯৬৪-)
নিমাই ভট্টাচার্য (১৯৩১-২০২০)
নির্মলেন্দু গুণ (১৯৪৫-)
নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯২৪-২০১৮)
পূরবী বসু (১৯৪৯-)
পূর্ণেন্দু পত্রী (১৯৩১-১৯৯৭)
প্রমথনাথ বিশী (১৯০১-১৯৮৫)
প্রফুল্ল রায় (১৯৩৪-)
প্রশান্ত মৃধা
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮)
ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)
বশীর আল-হেলাল (১৯৩৬-২০২১)
বাণী বসু (১৯৩৯-)
বাসুদেব দাশগুপ্ত (১৯৩৮-২০০৫)
বিমল কর (১৯২১-২০০৩)
বিমল মিত্র (১৯১২-১৯৯১)
বিনয় মজুমদার (১৯৩৪-২০০৬)
বিষ্ণু দে (১৯০৯-১৯৮২)
বুদ্ধদেব গুহ (১৯৩৬-২০২১)
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪)
শংকর (১৯৩৩-)
মতি নন্দী (১৯৩১-২০১০)
মলয় রায়চৌধুরী (১৯৩৯-)
মশিউল আলম
মহাদেব সাহা (১৯৪৪-)
মহাশ্বেতা দেবী (১৯২৬-২০১৬)
মাহমুদুল হক (১৯৪১-২০০৮)
মুহম্মদ জাফর ইকবাল (১৯৫২-)
মোহাম্মদ নাসির আলী (১৯১০-১৯৭৫)
মোহাম্মদ রফিকউজ্জামান (১৯৪৩-)
রবিশংকর বল (১৯৬২-২০১৭)
রফিক আজাদ (১৯৪২-২০১৬)
রাবেয়া খাতুন (১৯৩৫-২০২১)
রাহাত খান (১৯৪০-২০২০)
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (১৯৫৬-১৯৯১)
লীলা মজুমদার (১৯০৮-২০০৭)
লুৎফর রহমান রিটন (১৯৬১-)
শওকত ওসমান (১৯১৭-১৯৯৮)
শওকত আলী (১৯৩৬-২০১৮)
শক্তি চট্টোপাধ্যায় (১৯৩৩-১৯৯৫)
শক্তিপদ রাজগুরু (১৯২২-২০১৪)
শঙ্খ ঘোষ (১৯৩২-১৯২১)
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৮৯৯-১৯৭০)
শহীদ কাদরী (১৯৪২-২০১৬)
শহীদুল জহির (১৯৫৩-২০০৮)
শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১)
শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬-১৯৯৭)
শামসুর রাহমান (১৯২৯-২০০৬)
শাহাদুজ্জামান (১৯৬০-)
শাহীন আখতার (১৯৬২-)
শাহেদ আলী (১৯২৫-২০০১)
শিবরাম চক্রবর্তী (১৯০৩-১৯৮০)
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (১৯৩৫-)
শ্যামল গঙ্গোপাধ্যায় (১৯৩৩-২০০১)
সতীনাথ ভাদুড়ী (১৯০৬-১৯৬৫)
সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২)
সত্যেন সেন (১৯০৭-১৯৮১)
সঞ্জীব চট্টোপাধ্যায় (১৯৩৬-)
সমরেশ বসু (১৯২৪-১৯৮৮)
সমরেশ মজুমদার (১৯৪২-)
সমীর রায়চৌধুরী (১৯৩৩-২০১৬)
সিকান্‌দার আবু জাফর (১৯১৮-১৯৭৫)
সুচিত্রা ভট্টাচার্য (১৯৫০-২০১৫)
সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০)
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯)
সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪-২০১২)
সুবিমল বসাক (১৯৩৯-)
সুবোধ সরকার (১৯৫৮-)
সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩)
সেলিনা হোসেন (১৯৪৭-)
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১)
সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৪৭)
সৈয়দ মুস্তাফা সিরাজ (১৯৩০-২০১২)
সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬)
স্বপ্নময় চক্রবর্তী (১৯৫১-)
হরিশংকর জলদাস (১৯৫৩-)
হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)
হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩)
হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪)
হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)
হেলাল হাফিজ (১৯৪৮-)
হাসান হামিদ
তপন বাগচী

(চলবে…..)

 

 

 

বিভাগ : সাহিত্য

 

বেতনা নিউজ ২৪ /সা/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version