ভারত ফেবারিট দল : সাকিব আল হাসান

খেলা ডেস্ক,

 

টি-টেয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দুর্দশা শুরু হয় গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে। সেই দুর্দশা পূর্ণতা পায় জিম্বাবুয়ে সফরে ২-১ ব‌্যবধানে সিরিজ হেরে। তারপর থেকে শুরু হয় ঘুরে দাঁড়ানোর মিশন। সেই মিশনে বাংলাদেশ দল লড়াই করছে টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আপাতত সফলই বলা যায়। কারণ ২০০৭ সালে প্রথম আসরে উইন্ডিজকে হারানোর পর চূড়ান্ত পর্বে এবারের আগে আর কোনো ম‌্যাচ জিততে পারেনি। এবার তিন ম‌্যাচের দুইটিতেই জয় পেয়েছে।

প্রথমে নেদারল্যান্ডসকে ৯ রান হারানোর পর তৃতীয় ম‌্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে চরম নাটকীয়তার পর ৩ রানে জিতে। এই জয়ে বাংলাদেশের সেমিতে খেলার দরজা খুলে দিয়েছে। আগামীকাল ভারতের বিপক্ষে ম‌্যাচ। সেই ম‌্যাচ জিততে পারলে বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে। কিন্তু দুই ম‌্যাচ জিতলেও বাংলাদেশ দলের অবস্থা কিন্তু শক্ত হয়নি। যেখানে ভারতের বিপক্ষে ম‌্যাচ মানেই অন‌্যরকম উত্তেজনায় ঠাসা, জেতা ছাড়া অন্য কিছু ভাবে না বাংলাদেশ শিবির। সেখানে সাকিব ভারতের বিপক্ষে যেমন জয়ের আশা করছেন না তেমনি সেমিতে খেলারও। তিনি জানান, ভারতের বিপক্ষে জিতলে হবে আপসেট। আর তারা ভালো খেলতে চান বাকি দুইটি ম‌্যাচ।

 

 

ভারতের বিপক্ষে ম‌্যাচ নিয়ে সাকিব বলেন, ‘আমি আগেও যেমনটা বলেছি, ভারত ফেবারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেবারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারবেন। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট করতে।’

দুই দলকে তিনি একই অবস্থানে রাখতেও নারাজ। সাকিব বলেন, ‘দুই দল সাম্যাবস্থায় আছে বলা ঠিক হবে না। কারণ ভারতীয় দল এখানে কত টেস্ট ম্যাচ খেলেছে, কতবার ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আমাদের প্রায় সবার জন্য নতুন, আমি ও তাসকিন (সৌম‌্যও ছিল) বাদে সম্ভবত। সো স্বাভাবিকভাবেই একই রকম ফিলিংস না অবশ্যই। আমাদের যেটা চেষ্টা থাকবে মাঠে শতভাগ দেওয়া এবং দলের জন্য ভালো ফল নিয়ে আসা।’

তিনি আরও বলেন, ‘তাদের ১১ জনই ভারতীয় দলে খেলার সামর্থ্য রাখে। যে কারণে তারা এ দলের অংশ। আমরা জানি আগামীকাল কিসের বিপক্ষে খেলব, চ্যালেঞ্জগুলো কী কী। আমরা সেভাবেই পরিকল্পনা সাজাব। নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব।’

 

 

বিভাগ : খেলা

 

 

বেতনা নিউজ ২৪ /খে/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version