1. admin@betnanews24.com : Betna :
সৌদি আরবে মানবাধিকার কমিশনে প্রথম নারী প্রধান নিয়োগ | বেতনা নিউজ ২৪ আন্তর্জাতিক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

সৌদি আরবে মানবাধিকার কমিশনে প্রথম নারী প্রধান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,

 

সম্প্রতি সৌদি আরবে প্রথমবারের মতো মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সৌদি রাষ্ট্ পরিচালিত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য নিশ্চিত করেছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হালা আল-তুওয়াইজরিকে নিয়োগের জন্য একটি রাজকীয় আদেশ জারি করেছেন।

তিনি মানবাধিকার কমিশনের বর্তমান প্রধান  আওয়াদ বিন সালেহ আল-আওয়াদের স্থলাভিষিক্ত হবেন। হালা আল-তুওয়াইজরি এর আগে ২০১৭ সালের জুন থেকে পারিবারিক বিষয়ক কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মানবাধিকার কমিশনের দাবি, এটি একটি স্বাধীন সংস্থা। অর্থাৎ সংস্থাটি সরকারি প্রভাব থেকে মুক্ত। অবশ্য প্রতিষ্ঠানের প্রধানকে নির্বাচিত করেন বাদশাহ।

 

বিভাগ : আন্তর্জাতিক

 

বেতনা নিউজ ২৪ /আ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা