অনলাইন ডেস্ক,
সম্প্রতি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং মার্কিন নৌবহরের বিরুদ্ধে দুটি পৃথক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। এছাড়াও ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে হুথি।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, ইয়েমেনি নৌ ও বিমান বাহিনীর ইউনিটগুলি মার্কিন নৌবাহিনীর নিমিৎজ-ক্লাস জাহাজ এবং অন্যান্য আমেরিকান যুদ্ধজাহাজের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে। যেখানে বেশ কয়েকটি দেশীয় ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে।
এই হামলার ফলে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর এসকর্টদের উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়।
সারি বলেছেন, ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সা'দাতে একটি অভিবাসী আটক কেন্দ্রে মারাত্মক মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
সারি বলেছেন, ইয়েমেনির বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং লোহিত ও আরব সাগরে সমস্ত প্রতিকূল যুদ্ধজাহাজকে তাড়া এবং লক্ষ্যবস্তুতে পরিণত করা অব্যাহত রাখবে।
এছাড়াও ইয়েমেনি ড্রোন ইউনিট ইসরায়েলি ভূখণ্ডের দক্ষিণ দিকের আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানে দেশীয়ভাবে উন্নত ইয়াফা মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে হামলা চালায়।
ইয়েমেনি সামরিক মুখপাত্র উল্লেখ করেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে। যেখানে ইসরায়েলি গণহত্যা অব্যাহত রয়েছে।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
মন্তব্য করুন