অনলাইন ডেস্ক,
কিশোরগঞ্জের
হাওর উপজেলার ইটনায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায়
উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটটেংগুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক অনুপল মিয়া (৪৫) কাটটেংগুর গ্ৰামের মৃত মফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়
ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (রুবেল) এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কাটটেংগুর গ্ৰামের অনুপল মিয়ার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে আনা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ইটনা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমরা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/