অনলাইন ডেস্ক,
প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথম যৌথ কমিটির সভা আজ ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সভা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক প্রতিরক্ষা লক্ষ্যে অগ্রগতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং প্রতিরক্ষা খাতে যৌথ কার্যক্রম সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। মূল আলোচ্য বিষয়ের মধ্যে ছিল—যৌথ সামরিক প্রশিক্ষণ, শিক্ষা, প্রতিরক্ষা শিল্প, এবং যৌথ অনুশীলন।
সভায় সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম আল-খালদি। তাঁর সঙ্গে ছিলেন সৌদি সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের আরও ১৪ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি। এছাড়াও, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/