1. admin@betnanews24.com : Betna :
টুঙ্গিপাড়ায় ভ্রমণ প্যাকেজ চালু | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ভ্রমণ প্যাকেজ চালু

অনলাউন ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৯৩ বার পঠিত

অনলাইন ডেস্ক,

 

 

শোকাবহ আগস্ট মাস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক দিনের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এতে জনপ্রতি খরচ হবে ২ হাজার ৫০০ টাকা।

১৮ আগস্ট পর্যটকদের নিয়ে টুঙ্গিপাড়ায় যাবে তারা। ওই দিন সকাল ৮টায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু হবে এবং রাত ৮টায় ফিরে আসবে।

এই প্যাকেজের আওতায় পর্যটন করপোরেশনের দুটি টয়োটা এসি ট্যুরিস্ট কোস্টারে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে।

এদিন সকাল ৮টায় পর্যটন ভবনে পর্যটকদের উপস্থিতির পর নাশতা দেওয়া হবে। এরপর সকাল সাড়ে ৮টায় সেখান থেকে যাত্রা শুরু হবে।

যাত্রাপথে পদ্মা সেতু ও ভাঙ্গা চত্বর দেখানোর ব্যবস্থা থাকবে। এরপর ভাঙ্গা চত্বরসংলগ্ন একটি রেস্তোরাঁয় যাত্রাবিরতি দেওয়া হবে। সেখানে হালকা নাশতা দেওয়ার পর বেলা একটায় টুঙ্গিপাড়ায় পর্যটন করপোরেশনের নিজস্ব মোটেল মধুমতীতে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। সেই মোটেলেই দুপুরের খাবার খাওয়ার পর বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স, তার স্মৃতিবিজড়িত স্থান ও জন্মভিটা পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

তারপর বিকেল ৪টায় মোটেল থেকে ফিরতি যাত্রা শুরু হবে। ভাঙ্গায় আবার একটি হোটেলে যাত্রাবিরতি ও নাশতা শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকায় ফেরার আয়োজন থাকবে।

 

 

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা