ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন অদম্য মেধাবী যশোরের তামান্না নুরা

শিক্ষা ডেস্ক, 

 

যশোরের ঝিকরগাছা বাকড়ার সেই অদম্য মেধাবী ছাত্রী তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোটা ব্যবহার করেনি 💝

জন্মগতভাবেই দুই হাত ও এক পা বিহীন বিশেষ চাহিদাসম্পন্ন সেই তামান্না আক্তার নুরা গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে সেই পরীক্ষায় ‘প্রতিবন্ধী কোটা’ ব্যবহার করার সুযোগ থাকলেও তা ব্যবহার করবেনা।

বৃহস্পতিবার বিকেলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ। এর মধ্যে প্রকাশিত ফলাফলে তামান্না পেয়েছে ৪৮.২৫ নম্বর। বিষয়টি নিশ্চিত করেছে তামান্না আক্তার নুরা নিজেই।
এছাড়া ও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে সে।

তবে সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই।

 

 

 

বেতনা নিউজ ২৪ /শি/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version