1. admin@betnanews24.com : Betna :
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে | বেতনা নিউজ ২৪
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

নিউজ ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৩৫ বার পঠিত

নিউজ ডেস্ক,

 

গতকাল শুক্রবারও (৫ আগস্ট) বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে। গত ফেব্রুয়ারির পর তা প্রায় সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে।

 

ব্লমবার্গের প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলের পর সাপ্তাহিক ভিত্তিতে তেলের দর সর্বোচ্চ কমেছে। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে মন্থর অবস্থা বিরাজ করছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, গতকাল আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। ব্যারেলপ্রতি এ তেল বিক্রি হয়েছে ৯৩ দশমিক ৬২ ডলারে।

আর ডব্লিউটিআইয়ের মূল্য হ্রাস পেয়েছে ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল এ তেল বিক্রি হয়েছে ৮৭ দশমিক ৮৮ ডলারে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এতে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হতে থাকে। এক পর্যায়ে প্রতি ব্যারেলের দাম ওঠে ১৪০ ডলারে। ফলে দেশে দেশে মূল্যস্ফীতি দেখা দেয়।

পরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের নানা পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে থাকে। এতে নিম্নমুখী হয় তেলের দামও। যে ধারা এখনও অব্যাহত আছে।

 

 

 

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /নি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা