1. admin@betnanews24.com : Betna :
মার্সেলোর বিদায় | বেতনা নিউজ ২৪
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

মার্সেলোর বিদায়

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ২১ মে, ২০২২
  • ১১২ বার পঠিত

সের্হিও রামোস যাওয়ার পর রিয়াল মাদ্রিদের অধিনায়কের দায়িত্ব পেলেও এক থেকে দেড় মৌসুম ধরে একাদশে অনিয়মিত মার্সেলো। তাঁর জায়গায় এখন লেফটব্যাক হিসেবে সুযোগ পান ফারলাঁ মেন্দি। গত রাতেও সেটাই হয়েছিল, মার্সেলো ছিলেন বেঞ্চে। মাঠে রিয়ালকে নেতৃত্ব দিচ্ছিলেন করিম বেনজেমা। ৭০ মিনিটে মেন্দির জায়গায় নামানো হয় মার্সেলোকে। তখনই অধিনায়কত্বের আর্মব্যান্ডটা মার্সেলোর হাতে পরিয়ে দেন বেনজেমা

সের্হিও রামোস যাওয়ার পর রিয়াল মাদ্রিদের অধিনায়কের দায়িত্ব পেলেও এক থেকে দেড় মৌসুম ধরে একাদশে অনিয়মিত মার্সেলো। তাঁর জায়গায় এখন লেফটব্যাক হিসেবে সুযোগ পান ফারলাঁ মেন্দি। গত রাতেও সেটাই হয়েছিল, মার্সেলো ছিলেন বেঞ্চে। মাঠে রিয়ালকে নেতৃত্ব দিচ্ছিলেন করিম বেনজেমা। ৭০ মিনিটে মেন্দির জায়গায় নামানো হয় মার্সেলোকে। তখনই অধিনায়কত্বের আর্মব্যান্ডটা মার্সেলোর হাতে পরিয়ে দেন বেনজেমা
ছবি: রয়টার্স

লেফটব্যাক হলেও বল পায়ে অবিশ্বাস্য দক্ষতা মার্সেলোকে অনন্য করে রেখেছিল। মার্সেলোর পায়ে বল—গত রাতেই আনুষ্ঠানিকভাবে সেটি শেষবারের মতো দেখেছে বার্নাব্যু

লেফটব্যাক হলেও বল পায়ে অবিশ্বাস্য দক্ষতা মার্সেলোকে অনন্য করে রেখেছিল। মার্সেলোর পায়ে বল—গত রাতেই আনুষ্ঠানিকভাবে সেটি শেষবারের মতো দেখেছে বার্নাব্যু
ছবি: মার্সেলোর টুইটার

মার্সেলো নিজেই পোস্ট করেছেন সাদাকালো এই ছবিটি। বিদায়ের ধূসর আবেগ আর ছবির রং, সব যেন মিলেমিশে একাকার!

মার্সেলো নিজেই পোস্ট করেছেন সাদাকালো এই ছবিটি। বিদায়ের ধূসর আবেগ আর ছবির রং, সব যেন মিলেমিশে একাকার!
ছবি: মার্সেলোর টুইটার

ম্যাচের শেষে বার্নাব্যুতে যাওয়া দর্শকদের শেষবারের মতো অভিবাদন জানাচ্ছেন এই ব্রাজিলিয়ান লেফটব্যাক

ম্যাচের শেষে বার্নাব্যুতে যাওয়া দর্শকদের শেষবারের মতো অভিবাদন জানাচ্ছেন এই ব্রাজিলিয়ান লেফটব্যাক
ছবি: রয়টার্স

দুই দফায় রিয়ালের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। দুই দফায়ই নিজের অন্যতম বড় অস্ত্র হিসেবে পেয়েছেন মার্সেলোকে। বিদায়বেলার উষ্ণ আলিঙ্গনে আনচেলত্তির সেই কৃতজ্ঞতাবোধও কি বুঝলেন মার্সেলো?

দুই দফায় রিয়ালের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। দুই দফায়ই নিজের অন্যতম বড় অস্ত্র হিসেবে পেয়েছেন মার্সেলোকে। বিদায়বেলার উষ্ণ আলিঙ্গনে আনচেলত্তির সেই কৃতজ্ঞতাবোধও কি বুঝলেন মার্সেলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা