অনলাইন ডেস্ক,
কিয়ামত-পূর্ব সময়ে ভূমিকা : কিয়ামত-পূর্ব সময়ে শাম হবে ইসলামী পুনর্জাগরণের মূলকেন্দ্র। এ জন্য মহানবী (সা.) শেষ যুগের ফিতনার সময় শাম অঞ্চলে অবস্থান করতে বলেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয় কিয়ামত-পূর্ব সময়ে হাজারামাওত (ইয়েমেনের একটি ঐতিহাসিক অঞ্চল) থেকে একটি অগ্নিকুণ্ড বের হবে এবং লোকদের একত্র করবে। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! তখন আমাদের কী করতে নির্দেশ দেন? তিনি বলেন, তোমরা শাম অঞ্চলকে মজবুতভাবে ধরে রেখো।’ (জামে তিরমিজি, হাদিস : ২২১৭)
বিজয়ের সুসংবাদ : মহানবী (সা.) খন্দক যুদ্ধের সময় মুসলমানদের শাম বিজয়ের সুসংবাদ দিয়েছেন। ঘটনাটি ছিল নিম্নরূপ—খন্দকযুদ্ধে সালমান ফারসি (রা.)-এর পরামর্শক্রমে পরিখা খননের সময় সাহাবিদের সামনে একটা বিশাল পাথর পড়ে, যা তাঁরা কোনোভাবেই ভাঙতে পারছিলেন না। বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-কে জানানো হয়। তিনি একটি কোদাল হাতে নিয়ে পাথরে আঘাত করেন। এতে পাথর ভেঙে যায়। তখন তিনি বলেন, ‘আল্লাহ মহান। আমাকে শামের চাবিগুলো (বিজয়) দেওয়া হয়েছে। শপথ আল্লাহর! আমি এখান থেকে তার লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি।’
(সুনানে কুবরা, হাদিস : ৮৮৫৮)
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
মন্তব্য করুন